Posts

Showing posts from November, 2016

নট-টু-ডু লিস্ট করার গুরুত্ব - Importance of Not to Do Lists

Image
নট-টু-ডু লিস্ট করার গুরুত্ব - Importance of Not to Do Lists আমরা সবসময়ই শুনে থাকি – পজিটিভ চিন্তা করো, প্ল্যান করার সময় টু-ডু লিস্ট তৈরী করো, সবসময় ভালোটা নিয়ে ভাবো ইত্যাদি। কিন্তু, বাস্তব হলো যে, নেগেটিভ চিন্তারও কিন্তু দরকার আছে। আমরা যা করছি সেটাতে আমরা সফল না হলে কী করব সেটার জন্যও একটা প্ল্যান থাকা দরকার। পজিটিভের আশা আমরা রাখব, কিন্তু নেগেটিভটাকেও একেবারে উড়িয়ে দিব না। টু-ডু লিস্ট করার চাইতে বেশী গুরুত্বপূর্ন হলো নট-টু-ডু লিস্ট করা। আমাদের যা করা উচিত তা আমরা যতটা সময় না করি, তার চেয়ে বেশী সময় আমাদের যা না করা উচিত সেটা করে আমরা সময় নষ্ট করি। ইসলামে নট-টু-ডু লিস্টের গুরুত্ব অপরিসীম। লক্ষ্য করলে দেখবেন, ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ন কথাগুলোতে না-বোধক শব্দ আছে। আমাদের শাহাদায় আমরা বলি “লা ইলাহা ইল্লাল্লাহ” অর্থাৎ – “নেই কোনো উপাস্য আল্লাহ্ ছাড়া”। আবার যদি সূরা বাকারার দিকে তাকাই তাহলে দেখব আলিফ-লাম-মীম দিয়ে শুরু করার পরের বাক্যেই আল্লাহ্ বলে দিচ্ছেন – “লা রাইবা ফীহি” – “নেই কোনো সন্দেহ এতে (এই বইতে)”। আবার কুরআন শেষ হয়েছে সূরা ফালাক আর সূরা নাস দিয়ে – যে সূরা দুটিতে আল্লা