দোআ: হেদায়াতের পর অন্তরের বক্রতা হতে মুক্তি চাওয়া

দোআ: হেদায়াতের পর অন্তরের বক্রতা হতে মুক্তি চাওয়া [৩:৮-৯]
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন।
রব্বানা-লা-তুযিগ্ কুলূবানা- বা’দা ইয্ হাদাইতানা-অহাবলানা-মিল্ লাদুন্কা রহ্মাতান্ , ইন্নাকা আন্তাল্ অহ্হা-ব্

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ
হে আমাদের রব, নিশ্চয় আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন, যাতে কোন সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।
রব্বানায় ইন্নাকা জ্বা-মি‘উন্ না-সি লিইয়াওমিল্ লা-রাইবা ফীহ্; ইন্নাল্লা-হা লা-ইয়ুখ্লিফুল্ মী‘আ-দ্।
সূরা আলে ইমরান - ৩:৮-৯
দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://goo.gl/hmWsrH

Comments

Popular posts from this blog

Best Bangla Islamic Apps: দোআ ও যিকির (হিসনুল মুসলিম)

নট-টু-ডু লিস্ট করার গুরুত্ব - Importance of Not to Do Lists

রাসুল (সা:) এর এমন ৪ টি গুণ, যা আমরা খুব সহজেই অনুসরণ করতে পারি